অবতক খবর , উৎপল রায়, জলপাইগুড়িঃ    বাঁশ দিয়ে কেউ তৈরি করেন ঝুড়ি। আবার কেউবা তৈরি করেন নানান ধরনের ঘরের কাজের সামগ্রী । পুজোর মরশুমে বাঁশের তৈরি এই সামগ্রীর বিক্রিও বেশ ভালো হয়।

কিন্তু এবছরে পুজোর বাজারে চাহিদা নেই বাঁশের তৈরি জিনিসের । জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকার শিল্পীরা কর্মহীন হয়ে পড়েছেন । দুরাবস্থায় পড়েছেন অনেকেই। পেশা বদল করতে বাধ্য হচ্ছেন তাঁরা।