অবতক খবর, বাঁকুড়াঃ গত কয়েকদিন ধরে বাঁকুড়া উত্তর বনবিভাগের বিষ্ণুপুর , সোনামুখী বড়জোরা , বেলিয়াতোড় জঙ্গলে হাতির উপদ্রব ক্রমশ বেড়েছে । রাতের ঘুম ছুটেছে এই সমস্ত জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের । বাড়ির বাইরে বেরিয়ে অর্থ উপার্জন করতে যেতেও ভয় পাচ্ছেন গ্রামবাসীরা ।

এই মুহূর্তে বড়জোরা রেঞ্জের সাহারজোড়া মৌজায় ১৮ টি হাতি রয়েছে , দক্ষিণ সরাগাড়া মৌজায় ৮ টি হাতি রয়েছে , বেলিয়াতোর রেঞ্জের চন্দনপুর মৌজায় ৩ টি হাতি , গঙ্গাজলঘাটি রেঞ্জে দেওয়ালী মৌজায় ১ টি হাতি রয়েছে । হাতির উপদ্রব ঠেকাতে বনদপ্তর আধিকারিকরা সদাসতর্ক রয়েছেন।

হাতি যাতে লোকালয়ে প্রবেশ করে ফসলের এবং সাধারণ মানুষের ঘরবাড়ি যাতে কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে । তবে এ সমস্ত এলাকার সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে বনদপ্তর এর পক্ষ থেকে । এছাড়াও মাইকিং এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ।