অবতক খবর ,বাঁকুড়াঃ ব্যাঙ্কে আকাউন্টে এনইএফটি- র মাধ্যমে ঢুকছে বিপুল টাকা! কি জন্য দেওয়া হচ্ছে টাকা উত্তর নেই কারোর কাছেই? ধন্দে বাঁকুড়ার দিঘলগ্রাম এলাকার গ্রাহকরা।

বাঁকুড়ার ইন্দাস থানার দিঘল গ্রামের একটি গ্রামীন ব্যাঙ্কের শাখায় বেশির ভাগ গ্রাহকের আকাউন্টে পাঁচ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ঢুকেছে দাবী গ্রাহকদের। তবে কিসের টাকা কেনই বা একটি বিশেষ ব্যাঙ্কের নির্দিষ্ট শাখার গ্রাহকদের এই টাকা দেওয়া হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বাঁকুড়ার ইন্দাস থানার দিঘলগ্রাম এলাকার গ্রামীন ব্যাঙ্কের একটি শাখায় নিজের পাস বই আপ টু ডেট করাতে গিয়ে এক গ্রাহক দেখেন তাঁর আকাউন্টে এনইএফটি- র মাধ্যমে কিছু টাকা জমা পড়েছে ।এই টাকা দেখে তাঁর সন্দেহ হওয়াতে তিনি ব্যাঙ্ক আধিকারিকদের জানালে তাঁরাও বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। কিন্তু কেন এই টাকা দেওয়া হচ্ছে তা এখনও পরিস্কার নয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছেও । ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে, ন্যাশানাল ইন্স্যুরেন্স থেকে এই টাকা ঢুকছে, তবে কেন এই টাকা দেওয়া হচ্ছে তা তাঁদের ও জানা নেই বলে জানা গিয়েছে।