অবতক খবর,১৯ মেঃ বহরমপুর সংশোধনাগারে আইনি পরিষেবার পক্ষ থেকে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় বহরমপুর সংশোধনাগারে। বহরমপুর সংশোধনাগারের সিনিয়র মেডিকেল অফিসার আই এস প্রসাদ রবি জানান আমরা সংশোধনাগারের ভেতর নানান রকম স্বাস্থ্যপরিসেবা দিয়ে থাকি এবার প্রথম আমাদের এখানে চক্ষু পরীক্ষা শিবির করা হলো

তিনি বলেন এখানে 6 জনের চক্ষু পরীক্ষা করা হয়। এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়েছেন সি এম ও এইচ দপ্তর থেকে, মুর্শিদাবাদ, এই চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট জাজ, এবং উপস্থিত আছেন বিচারক অদিতি ঘোষ সহ অন্যান্য আধিকারিকগণ। বহরমপুর সংশোধনাগারের সিনিয়র মেডিকেল অফিসার এই শিবির থেকে উপস্থিত সমস্ত আধিকারিক এবং গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিকভাবে অভিনন্দন জানান।