অবতক খবর,১১ জানুয়ারিঃ বহরমপুর-মুর্শিদাবাদের রানীনগর-২ ব্লকের গোধনপাড়া কলোনীপাড়া ২ নম্বর আইসিডিএস সেন্টারে নিম্ন মানের খাবার দেওয়ায় বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে গোধনপাড়া কলোনীপাড়া ২ নম্বর আইসিডিএস সেন্টারে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সেন্টারে পচা চাল,ডাল রান্না করে শিশুদের খাওয়ানো হয়। এমনকি রান্না করা খিচুড়ির মধ্যেও পোকা ছিল বলে অভিযোগ অভিভাবকদের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্ত আইসিডিএস কর্মী সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। পাশাপাশি এমন কাজ আর হবে না বলেও হাত জোড় করে ক্ষমা চান ওই কর্মী‌।

অভিভাবকদের দাবি,এর আগেও একবার সাবধান করা হয়েছিল। তবুও শোনেনি। এবার এই কর্মীকে বদলির দাবি করেন তাঁরা। পাশাপাশি আইসিডিএস সেন্টারে ভালো খাবার দেওয়ার দাবি করেন অভিভাবকরা।