অবতক খবর,২৯ সেপ্টেম্বর: আগামীকাল মুর্শিদাবাদের দুটি জায়গায় ও ভবানীপুরে একটি জায়গায় ভোট আছে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী জানান ভবানীপুরে মমতা ব্যানার্জিকে জেতার জন্য তৃণমূল যা খুশি তাই করতে পারে তবে সেখানে শান্তিপূর্ণ ভোট হয় তবে তৃণমূলীরা ভাবেন তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে তাদের বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেয় এবং তার বক্তব্য যার মন যেখানে ভোট দেওয়ার সেখানে সে ভোট দিতেই পারে যাতে শান্তিপূর্ণ বজায় রাখে সুশীল চন্দ্র জিকে কেন্দ্র বাহিনী বুথে মোতায়েনের জন্য বলা হয়েছে এছাড়াও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ভোট সেখানে তৃণমূল সন্ত্রাস করবে বলেই তার মত কারণ এখানকার প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করে নির্বাচন কমিশনকে জানানো হলে সেটি তারা প্রশাসনকে বলছে প্রশাসন সেটি পুলিশ সুপার কে বলছে পুলিশ সুপার কাজ করার পর রিপোর্ট দিচ্ছে কিন্তু সেটি আবার নির্বাচন কমিশন ঘুরিয়ে আমাদেরকে জানাচ্ছেন বলেই তার মত।
সামশেরগঞ্জ এর ভাঙ্গন প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করা হয়েছে কিন্তু এটা যদি বিপর্যয় বলে ঘোষণা করা হতো তাহলে হয়তো কেন্দ্র থেকে সাহায্যের পাওয়া যেত কিন্তু সামশেরগঞ্জ এর মানুষ এই ভাঙ্গন কারণে ঘরবাড়ি জমি জায়গা সবকিছুই হারিয়ে বসেছে রাজ্য সরকারের দ্রুত উচিত কেন্দ্র সরকারের সঙ্গে এই নিয়ে কথা বলা ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন মাটি টাকা টাকা মাটি কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের এই জায়গায় ফেলে তার মত পাল্টে যেত বালি টাকা টাকায় বালি কারণ এখনো পর্যন্ত কয়েক কোটি টাকার বালির বস্তা ফেলা হয়েছে ভাঙ্গন রোধ করার জন্য তার থেকেও কোনরকম রক্ষা পাচ্ছেন না সেখানকার বাসিন্দারা।
কেন্দ্র সরকার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে সেখানে ভালো কথা যে আমাদের সৈনিকরা পাকিস্থানে জঙ্গিদের আটকে দিচ্ছে এবং তাদের মারছে কিন্তু শুধু পাকিস্তান পাকিস্তান করলে হবেনা আসল বিপদের নাম চিন কারণ নতুন করে আফগানিস্তান চীন ও পাকিস্তান একসঙ্গে কাজ করছে ফলে আগামী দিনে ভয়ঙ্কর একটা বিপদ আসতে চলেছে ভারতের উপরে।
মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লণ্ডন করব সেই প্রসঙ্গে অধীর চৌধুরী জানালেন কোন দিক থেকে লন্ডন হয়েছে জল জমে রয়েছে কোন নিকাশি ব্যবস্থা নেয় জতুগৃহে পরিণত হয়েছে এবং প্রোমোটারি রাজ বেড়ে চলেছে এবং বাড়ি ভেঙে পড়ছে সেই দেখতে দেখতে গেলে কলকাতার অবস্থা একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যেখানে ক্রমশই ডেঙ্গু বেড়ে চলেছে।