অবতক খবর,২৫ ফেব্রুয়ারিঃ আজ বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোকে যুক্ত হয় প্রতারণা করে পয়সা রোজকারের জন্য। এটা তো কোন রাজনৈতিক দল নয় পয়সা কামানোর জন্য একটা কোম্পানি । তারা পয়সা কামানোর উদ্দেশ্যে নিয়েই যুক্ত হয়েছেন এটা তো করবেনই বললেন সুকান্ত মজুমদার। দুর্নীতির টাকা ঘুর পথে টলিউড কি বিনিয়োগ হয়েছে? এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন এর আগে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি টলিউডের গরু পাচারের টাকা কয়লার টাকা ব্যবহার হতো এখন হৈমন্তের হাওয়া চলছে আর কি করবেন। তিনি বলেন এই হাওয়াতে দেখুন কত বড় বড় গাছ পড়ে। হেমন্তের হাওয়া পড়ছে এত বিরাট ব্যাপার দেখুন এগিয়ে বাংলা কিভাবে গাছে বলেন সুকান্ত। একের পর এক তৃণমূল নেতা দলের বিরুদ্ধে নানান রকম বক্তব্য রাখছেন।

এ বিষয়ে সুকান্ত মজুমদার বললেন মিডিয়াতে শুনছি উনি বলছেন এখানে না বলে কালীঘাটে গিয়ে বলুন ওনার নেতা এবং নেত্রীকে। সুকান্ত বলেন খোঁজখবর নিয়া তো উচিতই বাংলার রাজনীতিটা তৃণমূল কংগ্রেস আসার পর নোংরা করে ফেলেছে, সেই নোংরা এতটাই করে ফেলেছে যে ডাস্টবিনের পাশ দিয়ে গেলে বা ভাগাড়ের পাশ দিয়ে গেলে যে দুর্গন্ধ বেরায় সেই রকম দুর্গন্ধ পাচ্ছেন বাংলার মানুষ তিনি বলেন বাংলার মানুষ শ্রদ্ধার চোখে দেখবে না তার জন্য মূলত দায়ী এই তৃণমূল কংগ্রেস। সুকান্ত বাবু বলেন আগামী দিনে আমরা সৌহার্দ্য যাত্রা বলে একটি কনসেপ্ট টানা হচ্ছে আগামী দিনে মুসলিম সমাজকে আলাদা করে যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে এই সমাজকে ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে সেটা আমরা চাই না। তিনি বলেন আমরা চাই ভারতবর্ষে অন্যান্য নাগরিকদের মত তারাও মূল স্রোতে আসুক তিনি বলেন জৈনন্দা মাত্র ২% তারা তো কোনদিন এ কথা বলে না যে আমরা বঞ্চিত। সুকান্ত বাবু বলেন যে বাংলার একসময় মসনদে ছিল তারা কেন পিছিয়ে পড়ল, কারণ স্বাধীনতার পর থেকে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে। বিগত বিধানসভায় যাদেরকে এনআরসির ভয় দেখানো হয়েছে, তাদেরকে নাকি এখান থেকে পাঠিয়ে দেয়া হবে। তিনি বলেন তারা ভারতবর্ষের নাগরিক আমার মতই নাগরিক যাদের পাঠাবে কে এই সত্যটা তাদেরকে বুঝতে হবে বললে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার সাংবাদিকদের এক প্রশ্ন-উত্তরে বলে ন বিরোধীদের কাজ হচ্ছে শাসক দলের অনাচারকে দুর্নীতিকে জনসমক্ষে এনে তোলা খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা আমাদের দলে থেকে তিনি রিপ্রেজেন্টেটিভ ভাবেই তার কাজই হচ্ছে সরকারের যে চুরি হয়েছে সে বিষয়টিকে সামনে আনা এটা একটা বার বার বলবো, সুকান্ত বাবু বলেন আমরা শিক্ষা দুর্নীতি নিয়ে প্রচন্ড চিন্তিত তিনি বলেন অন্য জায়গায় দুর্নীতি হলে এক দু বছরের ক্ষতি হয় দুর্নীতি হওয়ায় প্রজন্মের পর প্রজন্ম পঙ্গু হয়ে পড়বে, তারা মানুষ হতে পারবে না, দেশের ক্ষতি, দশের ক্ষতি।