অবতক খবর :: মুর্শিদাবাদ ::   লক লকডাউন এ বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক ফিরছে মুর্শিদাবাদ জেলাতে। সরকারি তরফে কিছু স্কুলে কোয়ারান্টাইন সেন্টার করার কথা বলা হয়েছে। সেই রকমই বহরমপুরের ওয়ার্ড ১১, ২৪, ৯ ও ভাকুড়ি ১ এই এলাকার মধ্যে যে স্কুলগুলি পরে এলাকার বাসিন্দারা বাস দিয়ে এবং বিভিন্ন গাছপালার ডাল দিয়ে মূল গেট বন্ধ করে রাখে। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বাহিনী সেই জায়গায় পৌঁছে, বাসের ব্যারিকেড খুলে দেয় ,এবং মানুষকে সচেতন করতে নিজেদের বাড়িতে থাকার পরামর্শ দেন।

এলাকাবাসীদের অভিযোগ যদি তাদের এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করা হয় তাহলে হয়তো তারা করোনা সংক্রমণে ছড়িয়ে যেতে পারে সেই কারণেই তারা এইরকম বাসের ব্যারিকেড দিয়ে স্কুল গুলিকে ঘিরে রেখেছে। শহরের মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার চাইনা বহরমপুরের বাসিন্দারা বলে জানা যাচ্ছে।