বসন্ত এসে গেছে
তমাল সাহা

১) রাংচিতার বেড়া

সবাই খোঁজে পলাশ শিমুল কৃষ্ণচূড়া।
আমরা দুজন ছোট্ট মানুষ–
আমি ও কবিতা, পাশাপাশি আমাদের তাকিয়ে থাকা।
দেখি ছোট্ট ছোট্ট লাল ফুল সাজানো আমাদের রাংচিতার বেড়া!

২) কে জানে

কে জানে বসন্তে এতো কলতান কেন
কোকিলেরা কেন ডেকে ওঠে কুহু রবে
পলাশ বনে কোন মাতাল উৎসব হবে!

কে জানে কেন সবার ফাগুয়া মন
প্রিয় প্রেমিকারা কেন উচাটন
কেন দিকে দিকে ফোটে এমন লাল ফুল
কৃষ্ণচূড়া কিংশুক পলাশ শিমুল!

৩) বাসন্তিক

শোন পুরবাসী!
লাগলো যে দোল–বলে যতই গান গাও
যতক্ষণ না আবিরে রাঙালে তাকে
স্পর্শ করো স্পর্শ করো– এই বলে
পূর্ণিমার চাঁদ চেয়ে থাকে তোমাদের দিকে!

৪) শোনো গো

শোনো গো বসন্ত হাওয়া!
অসতী হবো আমি আজ হোলি খেলায়।
শোনো গো বনমালী!
দেখা তো হবে আজ সতীমা-র মেলায়!