অবতক খবর,২৬ মেঃমালদা:সানু ইসলামঃ বৃষ্টির জলে থইথই করছে ব্যস্ততম দুই জেলার সীমান্তবর্তী রাজ্য সড়ক।দুর্ভোগে কয়েক হাজার পথচারী।জলযন্ত্রণার দুর্ভোগে ভুগছে বাসিন্দারাও।বর্ষার আগেই নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বাঁশের ব্যারিকেড ও রাস্তায় বেঞ্চপেতে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা।মালদহের চাঁচল-ইাটাহার রাজ্য সড়কের আশাপুর স্ট্যাণ্ডের পথ অবরোধের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এলাকাবাসীর অভিযোগ বার বার প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা।একবছর আগে পাড়ায় সমাধান প্রকল্প নামে ড্রেন সংস্কার হয়। নিম্নমানের কাজ করে চম্পট দিয়েছে ঠিকাদার।পাশাপাশি নেতাদের একাংশ কাটমানি নিয়েছে।ছোট্ট ড্রেন দিয়ে জল নিকাশ হয়না।হাইড্রেনের বদলে মিনি ড্রেন করা হয়ছে।

হাইড্রেনের দাবিতে দুই ঘন্টা বিক্ষোভ দেখান বাসিন্দারা।পরে পুলিশের আশ্বাস অবরোধ ওঠে।

বিক্ষোভকারীরা জানাচ্ছেন,খরবা এগ্রিল হাইস্কুল সহ বেশ কয়েকটি স্কুল ও হাসপাতাল সহ একাধিক জায়গায় যাওয়ার মূল রাস্তা আশাপুর।বর্ষার সময় হাটু সমান জল দিয়ে যাতায়াত করতে হয় সকলকে।জল জমে থাকলে ঘটে দুর্ঘটনাও।