ঝড়ে উড়ে গেল টিন এর চাল ভেঙে গেল ধানের গোলা

অবতক খবর,২৬ মেঃ গতকাল, সন্ধ্যার ঝড়ে উড়ে গেল টিন এর চাল ভেঙে গেল ধানের গোলা মাথার ছাদ নেই এমনই অবস্থা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দুলালী গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান ঝড়ের তান্ডব এতোটা ভয়াবহ ছিলো যে ঘর বাড়ি ধানের গোলা সব লন্ডভন্ড হয়ে গেছে, কিছু সময় এর মধ্যে। তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও হচ্ছিলো মুসল ধারায়।

এক রকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, কিছু সময়ের এই ঝড়ে লণ্ডভণ্ড করে দেয় গ্রামের বেশিরভাগ মানুষের বাড়ি। কারো বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে গিয়েছে, তবে গ্রামের মানুষেরা জনান তারা সাহায্যের অপেক্ষায় রয়েছেন, প্রশাসন তাদের যদি একটু সাহায্য করে তবে তারা উপকৃত হন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানানো হয়েছে বলে গ্রামবাসীরা জানান। ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা জানান তারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন । বেশ কিছু বাড়ির টিনের চাল নেই ধানের গোলা ভেঙে গেছে কি করবে তারা বুঝতে পারছেন না। গ্রামবাসীরা বলেন প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের অনুমান।