অবতক খবর,১৭ মার্চ,নদীয়া:- শান্তিপুর শহরের পাগলা গোস্বামী পাড়া মূলত শ্রী শ্রী কৃষ্ণ রায় কেশব রায় জিউ ঠাকুরবাড়ি কেন্দ্রিক। সেই বাড়ির তপন গোস্বামীর একমাত্র পুত্র মাত্র 36 বছরে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় তন্ময় গোস্বামীর। বিদ্যালয়ের শিক্ষকের চাকরি পেয়েও যোগদানের মাত্র দুদিন আগে তার মৃত্যু ঘটে।

স্বভাবতই গোটাপাড়া স্তব্ধ হয়ে রয়েছে সেই থেকে। রাসের মতই জাঁক করে পূজিত হয় গোপাল‌। তবে মতান্তর এর কারণে একই পাড়ায় দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায় বেশ কয়েক বছর আগে। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মান অভিমান ভুলে পাড়ার সকল বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছে রক্তদানের। শুধুই যুবকরা নয়, বয়স্ক মহিলা পুরুষ সকলেই শামিল হয়েছেন তাতে। তবে পাড়ায় অনুষ্ঠিত বসন্ত উৎসব এ বছরের জন্য বন্ধ রেখেছেন তারা, পূজার নিয়ম কানুন ঠিক থাকলেও মাইক এবং অন্যান্য আড়ম্বরতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গোপাল ঠাকুরের কাছে মানত করার কারণে এ বছর দুটি পুজো হলেও আগামীতে সকলে একই সাথে একটি পুজোই করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন তারা।