অবতক খবর,৩১ মার্চ: উত্তর 24 বনগাঁর কলুপুরে উনাইতে দিল্লি বোর্ড পরিচালিত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল গতকাল হঠাৎ করে অভিবাবকদের বৈঠক ডেকে বেতন বৃদ্ধি করে। অভিবাকদের দাবি, স্কুল কমিটি প্রথমে বেতন দ্বিগুণ বৃদ্ধি করার কথা জানায়। পরবর্তীতে জানান হয় ৬০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হঠাৎ করে বেতন বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের প্রিন্সিপাল ও কোন ম্যানেজিং কমিটির সদস্য এসে অভিভাবকদের সঙ্গে কথা না বলার কারনে অভিভাবকরা স্কুলের মধ্যে বিক্ষোভ শুরু করে। ক্ষুব্দ অভিভাবকরাই স্কুল গেটে তালা দিয়ে দেয়। অভিভাবকদের দাবি যতক্ষণ না পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করা হচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে ।

বেসরকারি ইংরেজি মাধ্যমিক স্কুলের প্রিন্সিপাল সুজাতা চক্রবর্তী জানান গতকাল সমস্ত অভিভাবকদের নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এখনো পর্যন্ত কোন লিখিত নোটিশ দেওয়া হয়নি । বেসরকারি স্কুলে বেতন বাড়বে না তো কি হবে । কিন্তু এখনো বেতন বাড়ানোর কোন কথা বলা হয়নি।