এক সাংসদ, এ নাকি জনপ্রতিনিধি! পরিযায়ী মজুরেরা চাইছে নাকি জামাই আদর। মাছ দিলে নাকি মাংস চায়! দেশে নেই বুঝি এদের কদর! তুমিও তো রানি! বীরভূমে পরিযায়ী সাংসদ জানি। তোমার এতো কিসের ফড়ফড়ানি?

বদ
তমাল সাহা

তুৃমি কি যেন,
বার্ষিকী না শতাব্দী?
আমি একটা জবাব দিই।

ওরা তো পরিযায়ী মজুর
তুমিও পরিযায়ী রাষ্ট্রীয় জো হুজুর।
ওরা সংখ্যায় অগণন প্রচুর
তোমারও তো ভোট চাই প্রচুর।

ভোট দেবে কারা?
ঐ তো তোমার পরিযায়ী যারা।
মাছ দিলে মাংস চাইবে
পেটে খিদে, ব্যঙ্গ করো জামাই আদর!
সংসদ ক্যান্টিনে কি কি খাও সস্তায়?
শুধু কলা নাকি, বাঁদর!

এত খাচ্ছো, নিচ্ছো সুযোগ
কে দিচ্ছে টাকা?
বাপের নয়, জন কোষাগার
করে দিচ্ছো ফাঁকা।

শুয়োরের খোঁয়াড়ে
এইসব ভারতীয় সাংসদ!
কি বলবে তুমি,
জনপ্রতিনিধি,না শয়তানের বদ?