অবতাক খবর, তপন দে, ৯ই জুুুন, তিনসুকিয়া ::
বিগত ২৭ মে খাদ টিতে বিস্ফোৱণ সংঘটিত হয়ে নিৰ্গমন হচ্ছিল গ্যাস আৱ তেল । ফলে জৈব বৈচিএৱ সাথে মৎস কুল-পক্ষীকুল- জীব কুল কৃষি ক্ষেএ নেমে এসেছিল চৱম সংকট ।

উক্ত এলেকালৱ বিলে বহু প্ৰজাতি মাছেৱ সাথে শিশুঁ কচ্ছপ মাৱা গিয়েছ। গ্ৰামবাসীৱা গ্ৰাম ছেড়ে অন্য জাগায় আশ্ৰয় নিয়েছে। ইতিমধ্যে অয়েল ইন্ডিয়া পক্ষ থেকে , বিদেশ থেকে এই বিস্ফোৱন নিভানৱ জন্য expartএনে আগুন নিভানোর কাজ শুরু হয় কিন্তু  আজ ভয়ংকৱ বিস্ফোৱনে এলেকা জুড়ে আগুন ধৱে যায়। গ্ৰামবাসীৱা পালিয়ে প্ৰনে বাচে । বৰ্তমান এলেকা জুড়ে তীব্ৰ চাঞ্চল্যৱ সৃষ্টি হয়েছে।

দূষিত হয়ে গিয়েছে প্রায় গোটা এলাকা। গ্যাসের দূষণের আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। ওই কূপের আশেপাশের দেড় কিলোমিটার এলাকা থেকে প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অয়েল ইন্ডিয়া লিমিটেড।