অবতক খবর :: মুর্শিদাবাদ ::    জনপ্রতিনিধী হয়ে এবার মৃত পরিবারের ‌পাসে দাঁড়িয়ে নজির স্থাপন বড়ঞার সীমান্তবর্তী এলাকা মানসাড়া গ্ৰামে।লকডাউনের মাঝে বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয় পশুপতি দাস নামের এক ব্যক্তির, সংকট পরিস্থিতি যখন দুই বেলার খাবার জোগাতে চিন্তিত মানুষ, তখন বাবার মৃত্যুতে কার্যত্য অর্থের অভাবে দিশেহারা হয়ে পড়েছিল বড়ঞার, মুর্শিদাবাদ-বীরভুম সীমান্ত লাগোয়া কুরুন্নরুন পঞ্চায়েতের মানসাড়া গ্ৰামের এই অসহায় পরিবারটি।

পঞ্চায়েত প্রধানের মাধ্যমে সেই খবর পান, বড়ঞা ব্লক যুব তৃণমূলের সভাপতি মাহে আলম, দেরি না করেই সঙ্গে সঙ্গে চাল,আলু,ডাল‌ তেল সহ একাধিক খাদ্য সামগ্রী মৃত ব্যক্তির স্বাধ্যের ও নগদ অর্থ প্রদান করে মানবিকতার এক বিশেষ ভূমিকা পালন করলেন বড়ঞা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম।

সংকটময় পরিস্থিতিতে বাবার শেষকৃত্যের এই সাহায্য জনপ্রতিনিধির কাছে পেয়ে খুশি পরিবার ।