অবতক খবর,৩১ আগস্ট: আজ বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে ডেপুটেশন কর্মসূচি দিলেন ডিএলএড শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের দাবি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যারা প্রাথমিকে নিয়োগ হবে অবশ্যই ডিএলএড প্রশিক্ষণ জরুরি।

কিন্তু নিয়োগের সময় যারা বিএড করেছিলেন তারা নিয়োগ পেয়েছেন,কিন্তু তাদের বলা হয়েছিল চাকরির পড়ে ৬ মাস ট্রেনিং করতে হবে, তাদের দাবি সম্পূর্ণরূপে ডিএলএড প্রশিক্ষণ থাকার পরেও তাদের এখনো পর্যন্ত নিয়োগ হল না।

সেই কারণেই তারা আজকে জেলা শিক্ষা ভবনে ডেপুটেশন জমা দিলেন তারা।
মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে পুজোর আগেই যেন তাদের নিয়োগ করা হয় তারা করজোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন রাখছেন।