বিপ্লবী হেমচন্দ্র কানুনগো স্মরণ

বইয়ের ভেতর বোমা
তমাল সাহা

বইয়ের ভেতর কিভাবে বোমা রেখে সাপ্লাই করতে হয়
তা যদি শিখতে হয় যাও তার কাছে

আর বোমার কারখানা বা বোমা শিবির তৈরি করতে চাও, শিখতে চাও হাতে কলমে যাও তার কাছে

নিজের দেশেই কি সব শেখা যায়! বিপ্লবের আরো কিছু, সশস্ত্র আন্দোলনের পদ্ধতি যদি শিখতে চাও
কি করে যাবে জার্মানি প্যারিসে তাও শিখতে হবে দ্রুত তার কাছে যাও

ভগিনী নিবেদিতা কার চোখে দেখেছিল বিপ্লবী আগুন! অনুশীলন যুগান্তর দলের মতো বোমা বানানোর কৌশল এক শিল্প হয়ে ওঠে সেটা যদি জানতে চাও
বিদ্রোহী কবি নজরুল যাকে বলেছিল অস্ত্রগুরু দ্রোণাচার্য যাও তার কাছে

তুমি কি জানো জাতীয় পতাকার স্কেচ কে তৈরি করেছিল প্রথম বিদেশে বসে আর ভারতপ্রেমী ভিকাজি রুস্তম কামা সেই পতাকা উত্তোলন করেছিল জার্মানির স্টুয়ার্টগার্ডে?

অস্ত্রগুরুর উপযুক্ত শিষ্য ছিল কে, আমরা তো প্রমাণ পেয়েছি হাতেনাতে
কে বারুদ তুলে দিয়েছিল শিষ্যের হাতে,বোমার লক্ষ্য ছিল কিংসফোর্ডের গাড়ি

গুরু বানায় বোমা শিষ্য করে প্রয়োগ, ঘটায় বিস্ফোরণ উর্বর
রে বাংলার অগ্নিগর্ভ মাটি! তোকে বারবার স্মরণ তো বটেই শ্রদ্ধায় প্রণাম করি