অবতক খবর,৭ ফেব্রুয়ারিঃ বইমেলায় হচ্ছে না বই বিক্রি কপালে হাত বই বিক্রেতাদের। শুধু আধুনিক মেলা ও নাচগান, দোলনা, ও আলতা ফিতের দোকানেই ভীড়।

বইয়ের স্টল গুলোর সামনে দেখা নেই ক্রেতাদের। তিন দিনে কেউ ২০০০ টাকার তো কেও 5000 টাকার বই বিক্রি করতে পারেনি। অথচ আলতা ফিতে চুড়িসহ দোলাযনায় লক্ষ লক্ষ টাকার বেচাকেনা।

হ্যাঁ আমরা মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ এর পথের দাবী স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা পরিচালিত অরঙ্গবাদের দিন কলেজ বইমেলার কথাই বলছি।

বইমেলায় নিত্যদিন হাজার হাজার লোকের ভিড় হলেও বইয়ের স্টলগুলোর সামনে ভিড় নেই। বইমেলার সাথে আধুনিক মেলা করার কারণেই কি বইমেলায় বই ভক্তদের কমতি পড়ে গেল, তা নিয়ে এই প্রশ্ন তুলেছে বইয়ের স্টলের মালিকেরা। নাকি বই মেলার উদ্যোক্তাদের কোনরকম খামতি থেকে গিয়েছে আজ সেই কারণেই বইয়ের স্টলগুলোর সামনে ভিড় দেখা যাচ্ছে না ভিড় শুধুই আধুনিক মেলায়।তাহলে বই মেলার যে অর্থ সেই সুন্দর্য নষ্ট করতেই এই আধুনিক মেলায় পরিণত করেছে কর্তৃপক্ষ, উঠছে একাধিক প্রশ্ন।