সবাই এখন ফেসবুকে আপডেট করে যাচ্ছে নিজের মুখ। কেউ বাদ নেই তরুণ তরুণী প্রবীণ প্রবীণা! দেশের কী অবস্থা, সেই মুখ কেউ দেখাচ্ছে না। দেখাও, দেখাও, দেশের মুখ!

ফেসবুক আপডেট
তমাল সাহা

লড়াই জারি আছে,মিছিল চলছে—
লাঠি, টিয়ার গ্যাস, তৈরি জলকামান।
স্মার্ট ফোন হাতে আপনিও সক্রিয়,
ফেসবুকে নিজের মুখ আপডেট করে যান।

আপনার কি দারুণ মুখ!
হয়তো এই মুখ দেখে নিরাময় হয়
কারো কারো গোপন অসুখ।

কতবার মুখ পাল্টে করেছেন আপডেট!
সবাই বলেছে সুন্দর মুখ তোমার,
দিনে দিনে বেড়ে গেছে আপনার রেট।

বেকার, বন্ধ কারখানা,
চাষির আত্মহত্যায় কাঁপে না আপনার বুক?
আপনি মানুষ, না উজবুক!

আপনার ফেসবুক!
ফেস না হয় আপনার হলো
একটু তো স্পর্শ করুন অন্যের হৃদয়-বুক।
সেও তো আপনার জন্য উৎসুক।

এইবার নিজের মুখ বাদ রাখুন।
আপডেট করুন মানুষ ও মিছিলের মুখ।
এসব দেখুক নতুন প্রজন্ম, কিছু শিখুক।

রাজপথে ময়দানে কিভাবে
যৌবন লড়ে যায় চিতিয়ে বুক।
তখন কি টোল পড়ে গোল হয়
আপনার চিবুক!

আপনার কাছে আর্জি,
একবার তাকিয়ে দেখুন
মাটিতে পড়ে আছে নিথর দেহ—
তাদের রক্তাক্ত ফেস অথচ উদ্ধত বুক।