অবতক খবর,৪ ডিসেম্বরঃ ফেলে দেওয়া কাগজের বোর্ড দিয়ে তৈরি হলো এক অপূর্ব সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি কালী মন্দির।

নদীয়ার রানাঘাটের রামনগর ১ পঞ্চায়েতের আইসতলার বাসিন্দা গোপাল বিশ্বাস গত দেড় বছর ধরে কাজের ফাকে, একটু একটু সময় নিয়ে এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি তৈরি করেন ফেলে দেওয়া কাগজের বোর্ড দিয়ে ।

তার ইচ্ছা এই দক্ষিনেশ্বর আদলে বানানো মন্দিরটি ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে তুলে দেবেন।

শিল্পীর হাতের নিপুন দক্ষতা ও ধৈর্যের সংমিশ্রণে তৈরি এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের অসাধারণ সুন্দর মিনিয়েচার ,যা সত্যই অভাবনীয় ,এবং এই আসাধারন কর্মে তাজ্জব সবাই ।আমররাও শিল্পীর শিল্পকর্মকে কুর্নিশ জানাই।