অবতক খবর,২০ আগস্টঃ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিউটাউনে তার বাসভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ করা হবে এবং তিনি সিবিআইকে তদন্তে অসহযোগিতা করছেন এমনটাই দাবি করা হচ্ছে বারবার এই প্রশ্নের তিনি বলেন চোর কোনদিনও পুলিশকে বা তদন্তকারী সংস্থাকে সাহায্য করেনা এটাই স্বাভাবিক তদন্তকারী সংস্থার দায়িত্ব সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাকাতে হয় আঙুল বাকালে সব ঠিক হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের পাশে আছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং দুদিন আগে আমি যখন বোলপুরে ছিলাম বোলপুরে সাধারণ মানুষের উচ্ছ্বাস বারবার প্রমাণ করছে মাননীয় মুখ্যমন্ত্রী একজন চোরের পাশে দাঁড়িয়েছেন মানুষ সেটাকে ভালোভাবে নিচ্ছে না এবং গতকাল বোলপুরে সাধারণ ব্যবসায়ীদের মুখ থেকে তোলাবাজির যে গল্প শুনেছি তোলাবাজি হয় জানতাম কোটিতে তোলাবাজি হয় দামী দামী গাড়ি তোলাবাজি করে নিয়ে নেওয়া হয় শুধুমাত্র গাজা কেসের ভয় দেখিয়ে আমরা ভাবতে পারছি না বাংলাতে কি অবস্থা করেছে তৃণমূল কংগ্রেসের এক একজন নেতার ডাকাতের থেকেও বড় অপরাধী হয়ে গেছে।

অনুব্রত মণ্ডলের রাইস মিলে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র ও বিলাসবহুল কয়েকটি গাড়ি উদ্ধার করেছে কোনটাই তার নামে নয় এই প্রশ্নে তিনি বলেন গাড়ির মালিকরা স্পষ্ট বলে দিয়েছে কিভাবে তাদের গাড়িগুলো নিয়েছে গাড়ি এবং টাকা কারো কাছে কোটির নীচে কোন হিসেব নেই গাড়ি চাইলে পরে গাড়ি চাইলে পরে তার মধ্যে গাঁজা ভরে গাঁজা কেস দিয়ে দেওয়া হবে এইভাবে দিনের পর দিন মানুষকে শোষণ করে গেছে মানুষকে ক্ষতিগ্রস্ত করে গেছে সমাজের এরা বিষ। এই বিষ থেকে সমাজকে বাঁচানো প্রয়োজন তৃণমূল কংগ্রেস দলটাই পলিটিক্যাল পয়জন হয়ে গেছে আমাদের সোসাইটিতে সমাজে এই পলিটিক্যাল পয়জন পলিটিকাল সিস্টেম থেকে বের করে দেওয়া উচিত নইলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবেশ সংস্কৃতি কোনটাই বাঁচবে না।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ফের লোকসভার স্পিকার কে শিশির অধিকারীর সাংসদ পথ খারিজের জন্য চিঠি দিয়েছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন লোকসভার স্পিকার তার এখতিয়ার আছে তিনি জানেন আমার কাছে যা খবর আছে কমিটি গঠন করেছেন কমিটির সদস্যরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সম্মানীয় স্পিকারকে তারা সিদ্ধান্ত জানাবেন সম্মানীয় স্পিকার তার উপর সিদ্ধান্ত নেবেন। আমাদের পার্টি অফিসে উনি কোনদিনও সভাপতি হওয়ার পর দেখেনি স্বাভাবিকভাবে তিনি আমাদের দলে আছেন বা আমার সাথে সেই ভাবে বৈঠকে হয়নি তার আমি বলতে পারি না তিনি আমার দলে নেই এটুকু আমি বলতে পারি।

দুয়ারে সরকার রাজ্যের প্রকল্প বিশ্বের বিশ্বের দরবারে ফের সম্মানিত হয়েছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন সম্মান গুলো নির্ভর করে আপনি যে ডেটা বা স্ট্যাটিসটিকস পাঠাচ্ছেন তার উপরে স্বাভাবিকভাবে আপনি রাজ্য সরকারের পক্ষ থেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে প্রতিবাদ এই লক্ষীর ভান্ডার বলুন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন তার নামে গাধা গাধা আবেদন পত্র নেওয়া হয় ক্যাম্প থেকে তার ভবিষ্যৎ কি দেখেছেন কোনদিন শতকরা কত ভাগ আবেদন পত্র গ্রহণ করা হয়েছে এই তথ্য দিতে বলুন রাজ্য সরকারকে বলে তিনি কটাক্ষ করেন তিনি আরো বলেন কতগুলো আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা লক্ষ্মীর ভান্ডারে আবেদনপত্র পেয়েছি আর কতগুলোকে আমরা দিয়েছি, তাহলে পরে জলের মতো পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টা পুরোটাই ধাপ্পাবাজি, ধান্দাবাজি এই তথ্য বাইরে পাঠানো হচ্ছে কোন কোন এনজিও সংস্থা আছে ,তাদের কাছ থেকে পুরস্কার কেনা হচ্ছে।

মানিক ভট্টাচার্যকে ফের ইডি দপ্তরে তলব প্রসঙ্গে তিনি বলেন উনাকে ডাকা উচিত এবং উনি এতদিন বাইরে আছেন এটাই আমার আশ্চর্য লাগছে যেভাবে দুর্নীতি হয়েছে উনার ভেতরে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।