অবতক খবর,২৯ আগস্টঃ ফের চিকিৎসা ব্যবস্থাতে দিশা দেখালো কান্দি মহকুমা হাসপাতাল। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসকদের সাহায্য সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরল ৫৩ দিনের এক শিশু কন্যা।

জানা গিয়েছে, কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি হয় কান্দি থানার অন্তর্গত কালীবাড়ি রোডের বাসিন্দা শ্যার্মিলা মন্ডল প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সাত মাসের শিশুর জন্ম দেন শ্যার্মিলা। জন্মানোর সময় বাচ্চাটির ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম।

স্বাভাবিক ভাবেই অপরিণত অবস্থায় জন্মের ফলে প্রথম মূহুর্ত থেকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলতে থাকে। কান্দি মহকুমা হাসপাতালে নবজাতক বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা অক্লান্ত পরিশ্রম করে অবশেষে শিশুটিকে সুস্থ করে দিতে সক্ষম হলেন।