অবতক খবর,১১ জুন,জলপাইগুড়ি: ফের করোনার চোখ রাঙানি। এবার করোনার থাবা জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। দ্বিতীয় বর্ষের একাধিক পড়ুয়া করোনায় আক্রন্ত বলে খবর কলেজ সূত্রে। এই অবস্থায় আগামী ১৫ই জুন কলেজে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা। করোনার প্রকোপ বাড়লে সেইক্ষেত্রে কি হবে তা উদ্বিগ্ন কলেজ কতৃপক্ষ। চিন্তিত পড়ুয়ারাও।

করোনার থাবা।অনির্দিষ্টকালের জন্য বন্দ করে দেওয়া হোলো।জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পঠন পাঠন। কলেজের ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দিল কলেজ কর্তৃপক্ষ।

উদ্ভুত করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ ছুটি দেওয়ার পাশাপাশি আজ সকাল ১০.৩০ থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের ব্যাবস্থাপনায় কলেজ ক্যাম্পাসে কোভিড ডিটেকশন ক্যাম্পের আয়োজন করলো। এই মর্মে নোটিশ দিলো কলেজ কর্তৃপক্ষ।