অবতক খবর সংবাদদাতা ::  আবারো একটি বড় নক্ষত্র পতন ঘটল এই বাংলায়। এই বঙ্গ ভূমির সন্তান প্রাক্তন ফুটবলার সুরঞ্জিত সেনগুপ্ত আজ সকলকে ছেড়ে চলে গেলেন ইহ লোক ত্যাগ করে। 23 জানুয়ারি থেকেই কিন্তু covd19 আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন তিনি। তিনি পিয়ারলেস হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

তাকে মানুষ শিল্পী ফুটবলার হিসেবে চিনতো। ফুটবলের ম্যাজিক বা পায়ের কাজ দেখতে ফুটবল প্রেমীরা তার খেলা দেখতে মাঠ ভরাতেন। ছোট্ট মাছের বডো প্লেয়ার ছিলেন তিনি। তাকে মাঠে সুরোদা বলে ডাকতেন সকলে। পরের দিকে তিনি আজকাল পত্রিকায় ধারাবাহিক ভাবে খেলা নিয়ে লিখে গেছেন। যেকোনো বড়ো ফুলবাল ম্যাচ হলে ফুটবল প্রেমীরা তার ব্যাক্ষা পড়তে ভালো বাস্তেন।

সূত্রে জানা গেছে যে আজকেই শেষকৃত্য পালন করা হবে সন্ধ্যা 7 টায়। উদয় সদনে রাখা হবে প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তর মৃতদেহ। তার মৃত্যু তে খেলা জগতে যেন শূন্যতার অন্ধকার নেমে এলো।গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় .