নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর ::    সোমবার চোপড়ার এক ব্যাবসায়ীকে ধারালো অস্র দিয়ে আক্রান্ত করার জেরে দুই পরিবারের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। সংঘর্ষে উভয় পক্ষের মোট আট জন আহত হয়।

সফিক আজমলের মামা সেকেরুল আলমের পরিবারের পাঁচজন এবং মনজুর আলমের পরিবারের তিনজন আহত হয়। পাথর, তীর এবং বোমা মারার অভিযোগ করা হয়েছে উভয় পরিবারের পক্ষ থেকে।

উল্লেখযোগ্য ঘটনা হলো গতকাল সফিক আজমল যিনি মনজুর আলমের উপর হাসুয়া নিয়ে হামলা করে এবং তাতে তাকে রক্তাক্ত ও জখম করে নিজে গণধোলাই খেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। তাকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। যদিও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানান,অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।