আজ বিশ্ব চড়াই দিবস

ফুড়ুৎ
তমাল সাহা

তোকে হারিয়ে ফেলেছি বুঝি তোকে দেখিনা আর
ছোট্ট পাখিটি তুই কিচির মিচির শব্দে জেরবার।

ঘরজুড়ে নাচানাচি
উঠোনে কতদিন খুঁটে খেয়েছিস ধান
কলতলায় মগের জলে তোর ডানা ঝাপটানো স্নান।

ঘুলঘুলিতে তোর বাসা
ছানাপোনার মুখে ঢুকিয়ে দিয়েছিস ঠোঁট।
খাওয়ানো তোর মাতৃত্বের দায়
তোকে দেখে কত কি যে শেখা যায়!
ঝগড়া দেখিনি কোনোদিন
দেখেছি চড়ুই-চড়ুইনির দাম্পত্য জোট।

একদিন সে কি ওড়াউড়ি
ঘরের আয়নায় দেখেছিলি নিজের মুখ।
চড়াই দেখিনা আর বাংলার আকাশে
তোর সঙ্গে হারিয়ে গেছে শব্দটি ফুড়ুৎ!