জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলার জন্য কোনরূপ আবেদন করেইনি পশ্চিমবঙ্গ। তাহলে কি রাজনীতি করার জন্যই এখন সোচ্চার রাজ্য???

ফক্কিবাজি
তমাল সাহা

চোখের কোণে
লোকদেখানো জল।
দিঘির মতো করছে টলমল।
মুখ বলছে,
বাংলার বায়ু বাংলার জল।
মন বলছে
বাংলা যাক রসাতল।

চলরে চলরে চল…
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
বঙ্গমাতার বেকার দল
বাঙালি আজ ধরার তল।
নেতার ঘরে ঢুকছে টাকা
তোর কী হবে বল?
চলরে চলরে চল…

বাঙালি তো বলির পাঁঠা,
আঁতাক্যালানের দল।
চলরে চলরে চল…
ওড়ে ঐ পার্টি নিশান
বাজারে তোর ধ্বংস বিষাণ
ভাঙবি কবে কামাইবাজি
রাজনীতির গ্যাঁড়াকল?

চপ ভাজ তুই, মুড়ি ভাজ তুই
বন্ধ থাকুক কারখানা সকল।
শাসক তোর কল্পতরু
উঠছে গাছে শিল্প-গরু
বাজার ঘিরছে মল।
কালীঘাটে করিয়া আঘাত
নবান্নের দিকে চল।

করুণ প্রাতের তরুণ দল
চলরে চলরে চল…