অবতক খবর সংবাদদাতা :: আর জ্ঞান ফিরলই না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। আট দিন ধরে লড়াই চালিয়ে আজ শেষ নিঃস্বাস ত্যাগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। গত ৯ অগস্ট, রবিবার রাতে বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি।তার মস্তিষ্কে চোট লাগে . পর দিন সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মস্তিষ্কে জমাট রক্ত বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি তাঁর।মৃত্যু কালে প্রণববাবুর বয়স হয়েছিল ৮৫ বছর।তিনি পরাধীন ভারতে ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর জন্ম গ্রহণ করেছিলেন।

সোমবার অস্ত্রোপচারের পর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়।সোমবার ধরা পড়ে যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার সেনা হাসপাতালের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার উন্নতি তো হয়ইনি বরং আরও সংকটজনক হয়েছে। তারপর বুধবার দুপুরে সেনা হাসপাতালের বুলেটিনে জানানো হয়, প্রণববাবু হেমোডাইনামিকালি স্টেবল রয়েছেন। কিন্তু আসলে পুরোপুরি লাইফ সাপোর্টে ছিলেন প্রণব দা । তাঁর মস্তিষ্ক কাজ কর ছিলনা। শেষমেশ সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়।