হে, আমার প্রিয় কলকাতা, সিটি অব জয়!
এ কী দৃশ্য দেখালে তুমি–আর্তনাদময়!
৭ নভেম্বর দিনটি তো আন্তর্জাতিক!
এ কাণ্ড কোন বৈপ্লবিক?

প্রিয়তমাসু কলকাতা
তমাল সাহা

কলকাতা মানে আমার বাংলা
আমার বাংলা মানে সোনার বাংলা–
ক্রমশ হতেছে আন্তর্জাতিক।
প্রতিযোগিতার দৌড়ে
সামনের সারিতে এগোনোই তো উচিত–
ত্রাসে এবার এগোয় কলকাতা স্বাভাবিক।
এইবেলা শিখে নাও একটি শব্দের মানে–
শব্দটি হল সিভিক।

যুবকের বুকে দাঁড়িয়ে বুট চাপা দিয়ে পেটাচ্ছে
বাংলার গ্রিন পুলিশ।
নিশ্চিত এরা পরিবেশ দূষণকে বাঁচাতে চায়
দেখো কি দুরন্ত প্রচেষ্টা অবলীলায়!

আমার প্রিয় বাংলার পুলিশ!
এই দৃশ্য এক্সাইড মোড়ে, নয় এটা মিনিয়াপোলিস।

কলকাতা! তুই বল কোনটি সঠিক
তুই সিটি অফ জয় না পরাজয়
মানবিক না দানবিক?

ক্রমাগত লিখলে কলমের নিব
ভোঁতা না ধারালো হয়, জানিনা সঠিক!