অবতক খবর,বোলপুর,১৯ আগস্ট: প্রায় সাড়ে ৫ ঘন্টা অনুব্রতর মণ্ডলের কন্যার রাইস মিলে তল্লাশি চালালো সিবিআই। মিলল বহু নথি৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, মিলের দলিল, লেনদেনের নথি হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা৷ জিজ্ঞাসাবাদ করেছেন মিলের কর্মীদের৷

২০১৩ সালে বোলপুরের ত্রিশূলাপট্টীতে ৫ কোটি টাকা দিয়ে একটি রাইস মিল কেনেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মিলটি রয়েছে অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও কন্যা সুকন্যা মণ্ডলের নামে৷ গোরু পাচার মামলায় অনুব্রত গ্রেপ্তারের পরেই কমপক্ষে ৪৫ টি সম্পত্তির হদিশ পায় সিবিআই। সেই মত এদিন বোলপুরে ‘ভোলেবোম রাইস মিলে’ তল্লাশি চালায় সিবিআই অফিসারেরা। প্রায় সাড়ে ৫ ঘন্টা চলে এই তল্লাশি অভিযান। মিলের ভেতরে রয়েছে ৫ টি দামি গাড়ি৷ গাড়িগুলি তবে একটি গাড়িও অনুব্রতর নামে নয়। অনুব্রতর সহায়ক অর্ক দত্ত, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান মলয় পীঠ, সিউড়ির ব্যবসায়ী প্রবীর মণ্ডলের নামে কেনা গাড়িগুলি।

এদিন তল্লাশি চালিয়ে মিলের দলিল, লেনদেনের কাগজপত্র সহ একাধিক নথি হাতে পায় সিবিআই অফিসারেরা। এছাড়াও, মিলে কারা কারা আসাযাওয়া করতেন, কি কি কাজ হত সেই সম্পর্কিত তথ্য কর্মীদের কাছে জানতে চান তদন্তকারী অফিসারেরা৷ যদিও, মিলটি প্রায় ১০ মাস বন্ধ ছিল৷

প্রসঙ্গত, ২০ আগস্ট ফের আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই।