অবতক খবর,১৯ আগস্ট,নববারাকপুরঃ নববারাকপুরের স্রষ্টা, কর্মবীর প্রয়াত হরিপদ বিশ্বাসের সহকর্মী কর্মযোগী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিষ্ট্রার পুরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত নৃপেন্দ্রনাথ বসুর নামকরণে রাস্তার নামকরণ করল নববারাকপুর পুরসভা। শুক্রবার দুপুরে পুরসভার ৩নং ওয়ার্ডে নৃপেন্দ্রনাথ বসু সরণীর শুভ উদ্বোধন করেন পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস।উপস্থিত ছিলেন পুরসভার স্হানীয় পুর প্রতিনিধি বেবি চক্রবর্তী, দেবাশিস মিত্র,নিখিল মালো, আরতি দাস মল্লিক, পূজা গুপ্ত, কুন্তলা সাহা সহ ওয়ার্ডের বরিষ্ঠ নাগরিক দিলীপ কুমার ঘোষ, নৃপেন্দ্রনাথ বসুর মধ্য পুত্র অরুন কুমার বসু, পুত্র বধূ জয়ন্তী বসু ও কর্মীবৃন্দ রা। ফিতে কেটে রাস্তার নামকরণ নৃপেন্দ্রনাথ বসু সরণীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।

৩নং ওয়ার্ড কমিটির কার্যালয়ে নৃপেন্দ্রনাথ বসুর প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপপুরপ্রধান সহ পরিবারের মধ্য পুত্র সহ পুত্র বধূ বরিষ্ঠ নাগরিক রা। উল্লেখ্য ১৯২৩ সালে ১৪ আগস্ট যশোহর জেলা জন্মগ্রহণ করেন।খুলনা দৌলতপুর কলেজে গনিতে সন্মানিক সহ স্নাতক হন। ১৯৫২ সালে নববারাকপুর সৃষ্টির সময় থেকে হরিপদ বিশ্বাসের সহযোগী কর্মযোগী ছিলেন।বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথমে ক্লার্ক পদে ছিলেন। নিজ ক্ষমতার জোরে ১৯৮২-৮৩ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার ছিলেন। ১৯৬৫ সালে নববারাকপুর পুরসভার স্হাপনে তৎকালীন ৭নং ওয়ার্ডের কমিশনার ছিলেন নৃপেন্দ্রনাথ বসু।(বর্তমানে ৩নং ওয়ার্ডে) নববারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে, প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়, এবং গোপাল চন্দ্র মেমোরিয়াল স্মৃতি শিক্ষন মহাবিদ্যালয়ে স্হাপনে নৃপেন্দ্রনাথ বসুর যথেষ্ট অবদান অনস্বীকার্য।

পাশাপাশি বিরাটী মৃনালিনী দত্ত মহাবিদ্যাপীঠ প্রতিষ্ঠা কল্পে নৃপেন বসুর কর্মকৃতিত্বের স্বাক্ষর রয়েছে। ২০০০ সালে মাত্র ৭৯ বছর বয়সে বেলভিউ নার্সিংহোম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নৃপেন্দ্রনাথ বসু। তাঁর সৃষ্ট উদ্বাস্তু উপনিবেশ একটি সাব্যস্ত আধুনিক শহর। আধুনিক শহরের সমস্ত সুযোগ সুবিধাই নববারাকপুরে বর্তমান।উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস বলেন নৃপেন্দ্রনাথ বসু একজন সমাজসেবী ও শিক্ষাবিদ ছিলেন।নববারাকপুরের স্রষ্টা হরিপদ বিশ্বাসের কর্মযোগী ছিলেন ।তিনটি মহাবিদ্যালয় স্হাপনে যথেষ্ট অবদান রয়েছে তার।

পুরসভা প্রতিষ্ঠা লগ্নে তৎকালীন ৭নং ওয়ার্ডের কমিশনার ছিলেন নৃপেন্দ্রনাথ বসু।পরিবারের সকলের ইচ্ছানুযায়ী শুভ জন্মাষ্ঠমি পুন্য লগ্ন নববারাকপুর পুরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা নৃপেন্দ্রনাথ বসুর সরণী রাস্তায় শুভ উদ্বোধন করা হল। রাস্তায় একটি তোরণ করা হবে। সুন্দর করে সাজানো ও হবে।