অবতক খবর,৩ অক্টোবর: শারদ উৎসবের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলার প্রায় পাঁচশো জন গরিব দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র দিয়ে হাঁসি ফোঁটাল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সদর শহর ১ নং চক্র। রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,পর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা, উত্তম সেনগুপ্ত সহ অন্যান্যরা।এদিনের বস্ত্র বিতরণীর অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় শিক্ষক নূরুল আমিন সাহেবের স্মরণ সভা করা হয়।শিক্ষক সমিতির পক্ষ থেকে শারদ উৎসবের প্রাক্কালে এই বস্ত্র পেয়ে খুশী বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় গরিব মানুষজন।পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সদর শহর ১ নং চক্রর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।তিনি বলেন শারদ উৎসবে অনেকেই নতুন বস্ত্র কিনতে পারেন না।সেখানে শিক্ষা সেল আজ এই গরিব মানুষদের বস্ত্র দিয়ে তাদের মুখে হাঁসি ফোটালো।পূর্ব বর্ধমান জেলার সাধারন সম্পাদক উত্তম সেনগুপ্ত বলেন জেলা সভাপতির নির্দেশ মতো শারদীয়ার প্রাক্কালে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণীর পাশাপাশি জাতীয় শিক্ষক নূরুল আমিন সাহেবের স্মরণ সভা করা হয়েছে। এদিন পাঁচ শতাধিক মানুষদের বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান উত্তম বাবু জানান।জেলা পরিষদের সদস্য নুরুল হাসান বলেন জাতীয় শিক্ষক নূরুল আমিন সাহেবের স্মরণ সভার পাশাপাশি পূজোর আগে গরিব মানুষদের বস্ত্র দেওয়া হয়। নূরুল সাহেব দীর্ঘদিন ভোতার পার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০০৮ সালে জাতীয় শিক্ষক হিসেবে পুরস্কৃত হন।