অবতক খবর,২২ আগস্টঃ প্রায় এক বছর বাদে বালাসন সেতুর ওপর দিয়ে শুরু হল দুই মুখী যান চলাচল। তবে, ১৫ টনের অধিক ওজনের গাড়ি এবং ৬ চাকার মালবাহী গাড়ি সেতুর ওপর দিয়ে চলতে দেওয়া হবে না। সেক্ষেত্রে কড়া নজরদারি চলবে ট্রাফিক বিভাগের তরফে। সেতুর দুই প্রান্তে বসবে হাইট বার, থাকবে সিসি ক্যামেরার নজরদারিও।

এদিন সকালে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার গৌরব শর্মা, পিডাব্লুডি-র এনএইচ ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রাজীব চট্টরাজ, মেয়র গৌতম দেব সহ আরও অনেকে।