অবতক খবর,২৪ অক্টোবরঃ প্রায় ৫০০ বছরের প্রাচীন দুই কালী প্রতিমাকে পাটে তোলার পালা, হাজার হাজার ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সাবেকিয়ানা টগর বাদ্যযন্ত্র বাজিয়ে পাটে তোলা হয় দুই কালী প্রতিমাকে। শান্তিপুরের ঐতিহ্যবাহী এই দুই কালী প্রতিমার নাম ঘর চাদনী এবং বাহির চাদনী।

বংশধরেরা জানিয়েছেন প্রায় ৫০০ বছরের প্রাচীন এই দুই কালী প্রতিমা এখনো চিরাচরিত নিয়ম মেনেই পূজিত হয় দুই কালী প্রতিমা। প্রত্যেক বছরই দুপুরের সময় দুই প্রতিমাকে পাটে তোলার প্রস্তুতি শুরু হয়, তবে জানাতে হয় না কাউকেই। সবার আগেই হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত হয়, এ বছরও একই চেহারা নজরে পড়ে। তবে ছাগ বলি নিয়ে এখনো অনেকটাই অসস্তিতে পরিবার।

তারা জানিয়েছেন ছাগ বলি তারা নিষিদ্ধর রাস্তাতে হাঁটলেও কিন্তু ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণর জন্য অনেকেই মানত করে থাকেন, তাই এখনো বন্ধ করা যাচ্ছে না ছাগ বলি। যদিও এ বছর পূর্ণিমা অনেকটাই এগিয়ে তাই শান্তিপুরের সমস্ত কালী প্রতিমা আগেভাগে পুজিত হলেও এই দুই কালিপ্রতিমা চিরাচরিত নিয়ম মেনেই নিশি রাতে পুজিত হবে। এখনো দুই মন্দিরের সামনে প্রচুর ভক্তদের সমাগম রয়েছে।