অবতক খবর,২ নভেম্বরঃ মন্তেশ্বর ব্লকের পাতুন গ্রামে যদুনন্দনগোস্বামীর প্রায় ৫০০ বছরের তিরোধান দিবস পালন হয়। পাতুন গ্রামের

পূজার সেবাহিতরা রাধা গোবিন্দগোস্বামী ও রামকৃষ্ণ মুখার্জি, দিলীপ মুখার্জি , ডাক্তার ব্রজেশ্বর মুখার্জিরা জানান এই এলাকার মানুষজনদের সহযোগিতায় ও এলাকার মানুষজনের মঙ্গল কামনার জন্য প্রত্যেক বছরের কার্তিক মাসে অষ্টমির তিথিতে তিন দিন ধরে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গোপীনাথ গোস্বামী তথা যদুনন্দন গোস্বামীর তিরোধান দিবস পালন করা হয় । এইবছর ও জাঁকজমক আনন্দউৎসাহের মধ্য দিয়ে হোম, যজ্ঞ ,পূজা অর্চনার মধ্য দিয়ে গত কাল অধিবাসের মাধ্যম দিয়ে এই তিরোধান দিবস অনুষ্ঠানটি আরম্ভ হয়। আজ নবমী তিথিতে যদুনন্দন গোস্বামীর তিরোধান দিবস এর অন্ন ভোগের মাধ্যমে পাতুন গ্রাম সহ আস পাশের গ্রামের প্রায় চার হাজার মানুষজনকে দুপুরে বসিয়ে যদুনন্দন গোস্বামীর তিরোধানের অন্নভোগ করানো হয়।