অবতক খবর,৮  ফেব্রুয়ারিঃ প্রসূতির সঙ্গে খারাপ ব্যবহার,হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ সিকিউরিটি সুপারভাইজারের বিরুদ্ধে।সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রসূতি।

উত্তরপাড়া থানা হাসপাতাল সুপারকে অভিযোগ প্রসূতির পারিবারের।ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জেলা স্বাস্থ্য দপ্তর।

উত্তরপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকার এক প্রসূতি প্রসব বেদনা নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ইমারজেন্সিতে যান আজ তখন সেখানে কোনো চিকিৎসক ছিলেন না।চেয়ারে বসে ছিলেন হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজার জয়া পাট্টাদার।প্রসূতিকে নিয়ে তার পরিবার সেই ঘরে ঢুকে পরে।চিকিৎসক কোথায় জিজ্ঞাসা করলে জয়া পাট্টাদার ক্ষুব্ধ হয়ে ওঠেন।তাদের ঘর থেকে বের করে দেন।বাইরে এসে প্রসূতি হঠাৎ পরে যান।সিকিউরিটি সুপারভাইজারের জন্য এই ঘটনা হয়েছে বলায় আরো রেগে যান।প্রসূতির ভাই মোবাইলে তার ভিডিও করতে শুরু করলে তাকে চর মারবে বলে শাসান জয়া।এই ঘটনার পর প্রসূতিকে নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

একজন প্রসূতি সরকারি হাসপাতলে গিয়ে চিকিৎসা পাননি এমনই অভিযোগ।প্রসূতির শ্বশুর কৈলাশ দাস লিখিত অভিযোগ করেন উত্তরপাড়া হাসপাতাল সুপারের কাছে এবং উত্তরপাড়া থানায়।অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে একটি চার সদস্যের কমিটি গঠন করে হাসপাতাল।আগামী কাল দুপুরে অভিযোগ কারী কৈলাস দাস অভিযুক্ত জয়া পাট্টাদারকে ডাকা হয়েছে।তাদের দুই পক্ষের বক্তব্য শুনে তদন্ত কমিটি রিপোর্ট দেবে জেলা স্বাস্থ্য দপ্তরে।