আবাতক খবর অভিষেক দাস ,মালদা :- গত ২০১৫তে টেট পাশ করার পরে ২০১৭ তে নিয়োগ করা হয়।কিন্তু টেট পাশ করলেও প্রশিক্ষণ বা ডিএলএড না থাকায় অনেককে নিয়োগ করা হয় নি। পরে তাঁদের আশ্বাস দেওয়া হয়। পরবর্তীতে প্রশিক্ষণ নিলে তাঁদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। ফলে তাঁরা পরবর্তীতে অনেক টাকা খরচ করেই ডিএলএড করেন।

কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের বিষয়ে সরকারের কোনও উদ্যোগ নেই বলে তাঁদের অভিযোগ। তাই দ্রুত তাঁদের নিয়োগের দাবিতে আজ বিক্ষোভ প্রদর্শন করেন এবং মালদা জেলা শাসককে ডেপুটেশন দেন নিয়োগ প্রার্থীরা।