অবতক খবর,২৩ সেপ্টেম্বর: আবহাওয়া দফতরের পূর্বাভাস গত রবিবার রাত থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ। এই প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে গিয়েছে মিনাখাঁ, হাড়োয়া, সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ এর বিস্তীর্ণ এলাকা। এই সমস্ত এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন এই সমস্ত এলাকার কয়েক হাজার আমন ধানের চাষিরা। বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসের সময় এই সমস্ত এলাকায় নদী বাঁধ ভেঙে ধানী জমিতে ঢুকে পড়েছিল নদীর নোনা জল। সেই সময় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল এই সমস্ত এলাকার চাষিরা। সেই ক্ষতি কোনরকমে কাটিয়ে আবার ধান চাষ শুরু করেছিল চাষিরা। চাষির মুখে এই প্রবল বর্ষণে এই সমস্ত এলাকার হাজার হাজার বিঘার ধানের জমি এখন জলের তলায় ডুবে রয়েছে। গত দু’দিন ধরে এই ভাবে জলের তলায় ধানগাছ ডুবে থাকায় ধানগাছ পচে যাওয়ার আশঙ্কা করছেন আমন ধানের চাষীরা। ধান চাষের পাশাপাশি এই সমস্ত এলাকার কয়েক হাজার বিঘে মেছো ভেরি জলে ডুবে গিয়েছে। মেছো ভেরি জলে ডুবে যাওয়ায় মাছ সব খালে, নদীতে চলে গিয়েছে। ইয়াসের সময় এই সমস্ত এলাকায় ফিসারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। কোন রকমের ঋণ করে ব্যবসায়ীরা আবার মাছ চাষ শুরু করেছিল। প্রবল বর্ষণে আবার মেছো ভেড়ি ডুবে যাওয়ার মাথায় হাত পড়েছে এই সমস্ত এলাকার কয়েক হাজার মেছো ভেড়ির মালিকদের।