অবতক খবর,২৮ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর ব্লকের পাতুন মিলনবিথী সংঘের পরিচালনায় গ্রাম বাসীর সহযোগিত স্বর্গীয় কুমকুম সামন্ত স্মৃতি কাপ প্রদর্শনীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা বিজয়ী হলো চন্দননগর মহিলা স্পোর্টিং ক্লাব । শুক্রবার প্রদর্শনীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা খেলায় তারা বর্ধমানের ভাতার ব্লকের ভাতার মহিলা একাদশ ক্লাবকে ৫-১ গোলে পরাজিত করে, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চন্দননগর মহিলা স্পোর্টিং ক্লাব । খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের মন্দিরা হাঁসদা। পাতুন মিলন বিথী সংঘের প্রধান উদ্যোক্তা ইন্দ্রজিৎ গুপ্ত জানান এই মাঠে খেলা প্রায় ৫০ বছরের উপর ধরে চললেও , মহিলা ফুটবল খেলা এই প্রথম।

এটা মন্তেশ্বর ব্লকেও এই প্রথম মহিলা ফুটবল খেলা এই মাঠে বলে দাবি করেন তারা। গ্রামের মানুষের ও বিশেষ করে গ্রামের মহিলাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে খেলাটি অনুষ্ঠিত হয়েছে পাতুন ফুটবল মাঠে। যুবসমাজ দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে , ও গ্রামের মহিলারাও বাড়ির ও সংসারের কাজে লিপ্ত হয়ে একঘেমি হয়ে পড়েছে । তাই আমরা যুব সমাজকে ও মহিলাদের উৎসাহিত করে তাদের মাঠ মুখি করার জন্যই খেলার আযোজন। মশাল দৌড়, ক্লাবের পতাকা উত্তোলন ও নাচ গানের মধ্য দিয়ে খেলা সূচনা হয়। খেলার মাঠে এলাকার মহিলারা সহ মানুষের ভিড় ছিল দেখার মত।