অবতক খবর :: নদীয়া ::    প্রথা অনুযায়ী উল্টো রথের দিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই শুরু হয়ে গেলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার প্রস্তুতি। এবছর করোনা আবহে দুর্গাপূজার সময় কি ধরণের বিধি নিষেধ থাকবে তা এখনো পরিষ্কার নয় পুজো উদ্যোক্তাদের সামনে। তবুও বুধবার কাঠামো পুজো করে দুর্গা পূজার প্রস্তুতি শুরু করে দিল রানাঘাটের সিদ্বেশ্বরী তলা সুহৃদ সংঘ। বুধবার রিতিমতন ধুমধাম করে পূজা অর্চনা সারেন উদ্যোক্তারা।

অন্যদিকে রানাঘাট পাইকপাড়া ব্রতী সংঘের পাট পুজো অনুষ্ঠিত হলো আজ। এবছর তাদের পুজো ৭৫বছর। খুব ধুমধাম করে এবছর পুজোর পরিকল্পনা নিয়েছিল উদ্যোক্তারা। ৭৫ টি ঢাক নিয়ে শহরে র‍্যালি করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের ফলে সব পরিকল্পনা এবার বাতিল। নম নম করে পাট পুজো করা হল। সেই সাথে আজকের দিনে গরীব দের ত্রান বিতরন করা হলো।

উদ্যোক্তা রা জানিয়েছে পুজোতেও এভাবে ত্রান দেওয়া হবে। এবার বাজেট ছিল ২৩ লক্ষ টাকা,সেই বাজেট কমিয়ে এবার অর্ধেক করা হবে এবং বাকি টাকা ত্রানে বিলি হবে বলেই জানান পূজা কমিটি।