অবতক খবর :: নদীয়া ::    সমাজের সকল অংশের, এমনকি খ্যাতির শিখরে থাকা অথবা রাজনৈতিক প্রশাসনিক সর্বোচ্চ ক্ষমতাধারী বা যেকোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সর্বময় কর্তৃত্বর ভরসা একটাই “ডাক্তারবাবু”। অথচ সামান্য পান থেকে চুন খসলেই তাদের চূড়ান্ত হেনস্থা করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজের প্রায় সব অংশ থেকেই হিংস্রতার দাঁত নখ বেরিয়ে পড়ে তাদের আক্রমণের উদ্দেশ্যে। অথচ সত্যিই কি ইচ্ছাকৃত কোনো স্বাস্থ্যকর্মী, ডাক্তার বাবু, নার্স চান একজন অসুস্থ রোগী মারা যাক?

আজ রাজ্য জুড়ে স্বাস্থ্য কর্মীদের ছুটি! সত্যিই কি তারা পরিবারের সাথে উপভোগ করছেন এই ছুটির আমেজ! একদমই নয়, মানবিকতার কারণে আর পাঁচটা সাধারণ দিনের মতো আজও নিত্য পরিষেবায় ওঁরা, তাই হাসপাতাল থেকে সুস্থ হয়ে যাওয়ার সময় রোগীদের মানবিকতা কাঠগড়ায় ওরা “ভগবান”।

আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিনে নার্স ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সংবর্ধিত করতে আসা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড জয়ন্ত বিশ্বাস জানালেন সংবর্ধনা নয় সহমর্মিতা কামনা করি। হাসপাতালের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।