অবতক খবর,৩১ মেঃ প্রত্যন্ত সুন্দরবনের চার নম্বর শামসের নগর বঞ্চিত ৭০টি পরিবার আদিবাসী হিঙ্গলগঞ্জের বিডিওর কল্যাণে ১৫ দিনে মিলল যাবতীয় সুবিধা।।

উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের কালিতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর নগরের আদিবাসী পাড়া।ওই এলাকায় বসবাসকারী ৭০ টি পরিবারের মানুষের অভিযোগ ছিল,যে তারা দীর্ঘদিন ধরে লক্ষীর ভান্ডার জয় বাংলা জয় জওহর বার্ধক্য ভাতা সহ সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল।সেই খবর সম্প্রচার হওয়ার পরে নড়ে চড়ে বসে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন।এবং সেই সাথে সাথে হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি ও সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এলাকায় মানুষের সঙ্গে কথা বলেন।ও তারপরে দুয়ারে বিডিও একটা ক্যাম্প তৈরি হয়।ও সেখানে তারা তাদের অভিযোগপত্র জমা দিলে ১৫ দিনের মধ্যে মিলে যায় তাদের সুফল।হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী তিনি জানিয়েছেন কালিতলা পঞ্চায়েতের কিছু আদিবাসী পরিবার বঞ্চিত ছিল।তাদেরকে কাট সার্টিফিকেট করে দেয়া হয়েছে এবং এই সম্পর্কিত সরকারি যে যে পরিষেবা গুলি রয়েছে তা তাদেরকে করে দেয়া হয়েছে।এতে খুব খুশি ওই ৭০ টি আদিবাসী পরিবার তারা ভিডিও সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন।