অবতক খবর , মুর্শিদাবাদ :     ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সব থেকে অল্প বয়সে যিনি শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বোস। জন্ম ১৯০৮ সালে। আজ থেকে ঠিক ১১৩ বছর আগে ব্রিটিশ শাসকেরা ক্ষুদিরাম বসুকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছিলেন। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তৎপর হয়ে প্রতি বছরের ন্যায় এ বছরেও জঙ্গিপুর জেলার পুলিশের পক্ষ থেকে জঙ্গিপুর পুলিশ সুপার কার্যালয়ে শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরাম বোস এর মূর্তিতে মাল্যদান করেন জঙ্গিপুর পুলিশ সুপার ওয়াই রঘুভানশি ও জঙ্গিপুর এসডিও গান্ধর্ব রাঠোর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগনরা।

জঙ্গিপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সাহেববাজার মোড়ের কাছে একটি পুরানো ক্ষুদিরাম বোসের মূর্তিকে নতুন রূপেসংস্কার করে সেই মূর্তিতে মাল্যদান করেন জঙ্গিপুরের পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম এবং রঘুনাথগঞ্জ থানার আইসি সৈকত রায় সহ অনেকে।

এদিন ক্ষুদিরাম বোসের একটি বই রঘুনাথগঞ্জ থানার আইসি তুলে দিলেন জঙ্গিপুর পুলিশ সুপার,জঙ্গিপুরএসডিও, এবং পৌরসভার প্রশাসকের হাতে ।