পৃথিবীর ইতিহাসে অনন্য নজির রাখছে পশ্চিমবঙ্গ। বিশ্বে এমন লড়াই কেউ দেখেছে কি না সন্দেহ। আসুন সেই লড়াইয়ের কথা শুনি।

প্রতিযোগিতা
তমাল সাহা

নিষ্ঠুর প্রতিযোগিতা কতদূর যেতে পারে
দেখে যাও তুমি বাংলার প্রান্তরে।

রাষ্ট্র তুমি কতটা নিষ্ঠুর হলে
অনশন লড়াইয়ের পাশাপাশি
খাদ্য উৎসব চলে!

বাংলা এগিয়ে প্রতিযোগিতায়।
তার কাছে দেশ কেন
সারা বিশ্ব হেরে যায়।

আহারে উৎসব বড় বাহারে
চালায় সরকারি আমলায়
অনশনে ভুখাপেটে শিক্ষকরা
ঝিমোতে থাকে মঞ্চে
সরকারি উপেক্ষার হামলায়।

শিক্ষক অনশন এটা আবার কোন লড়াই!
মন্ত্রী আমলা বড়বাবু!
আমরা চলুন পাঁচদিন ধরে খাদ্য উৎসবে যাই।

আহারে বাহারে বিশ্ব খাবার পাওয়া যাবে
বিধাননগর মেলা প্রাঙ্গণে।
ধুত্তুরি শিক্ষক!
এদের কী দায় আছে সমাজ গঠনে
বসেছে অনশনে।

অনশন লড়াই অশন উৎসব বঙ্গ সংস্কৃতি—
দুটোই চলছে পাশাপাশি
বিশ্ব দেখুক বাংলাই পারে—
করুক না হাসাহাসি!