অবতক খবর,৮ নভেম্বরঃ নিজের ‘সর্ব খর্বতারে দহে’ তাঁর এই যাত্রা বিস্মিত করেছে সকলকে। কেননা, আক্ষরিক অর্থেই নিজের খর্বতাকে অতিক্রম করে তিনি পৌঁছেছেন এক অনন্য উচ্চতায়। সে-পথে পৌঁছতে তাঁকে ঝরাতে হয়েছে অনেক রক্ত, ঘাম। শ্রম ও সংকল্পের প্রতিমূর্তি তিনি। নদিয়ার বছর পঁচিশের পিয়াসা মহলদার। ‘ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট’ বা ‘নেট’ পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছেন নদিয়ার শান্তিপুর পটেশ্বরী স্ট্রিটের এই পিয়াসা। মাত্র তিন ফুট উচ্চতার পিয়াসা জন্ম থেকেই নানা প্রতিবন্ধকতার শিকার। অধ্যাপনার যোগ্য হলেও এই মুহূর্তে চাকরির অভাব,তাই আপাতত সে গবেষণার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলায় এম এ পাশ করে প্রথমবার নেটে বসেন পিয়াসা। প্রথমবারেই একেবারে সাফল্যের শীর্ষে। মেয়েকে নিয়ে মেতেছেন পরিবার থেকে শুরু করে এলাকার‌ মানুষ।

পিয়াসা বলেন, তিনি জন্ম থেকেই পরনির্ভরশীল। শুধুমাত্র মনের জোরেই এতদূর এগিয়েছেন।আরো এগোতে চান। তাঁর প্রতিবন্ধকতা নিয়ে তাঁর নিজের কোন আফসোস নেই। তাঁর পিতা কলকাতা পুলিশে চাকরি করেন। মা সর্বক্ষণের সঙ্গী। এমন রত্ন মেয়ে পেয়ে গর্বিত তাঁর মা।