অবতক খবর,১২ নভেম্বরঃ আগামী বছর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে ওই রাজ্যে গিয়ে মুখ্যমন্ত্রী কেসিআরের বিরুদ্ধে দুর্নীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও ভাষণে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম মুখে আনেননি তিনি। তাঁর বক্তব্য, রাজ্যের প্রয়োজন পরিবার নয়, জনতাকে গুরুত্ব দেওয়া একটি কার্যকরী সরকার। উপযুক্ত কথা বলার জন্য তাঁকে প্রতিদিন কয়েক কিলো গালি দেওয়া হয় বলেও আক্ষেপ করেন মোদি।

এদিন প্রধানমন্ত্রী মোদি জানান, অনেকেই তাঁকে প্রশ্ন করে থাকে যে প্রবল পরিশ্রমের পরেও কেন ক্লান্ত হন না তিনি! মোদি তাঁদের জবাব দেন,”আমি ক্লান্ত হই না, কারণ প্রতিদিন ২-৩ কিলো গালি দেওয়া হয় আমাকে… ঈশ্বরের আশীর্বাদে সেই হেনস্তা পুষ্টির কাজ করে আমার ভেতরে গিয়ে।” শাসক দলকে গেরুয়া নেতারা হুঁশিয়ারি,”মোদিকে, বিজেপিকে হেনস্তা করুন… কিন্তু তেলেঙ্গানার মানুষকে হেনস্তা করলে মূল্য চোকাতে হবে আপনাদের।” এদিন নিজের ভাষণে তেঙ্গানার বিজেপি কার্যকর্তাদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী মোদি। গেরুয়া নেতাদের প্রতিপক্ষের ফাঁদে পা দিতে বারণ করেন প্রধানমন্ত্রী।