অবতক খবর / অক্টোবর 3 জানুয়ারিঃ আজ প্রকাশিত হলো প্রয়াত গল্পকার ও নাট্যকর্মী প্রভাসচন্দ্র ঘোষের গল্প সংগ্রহ
হালিশহর সাংস্কৃতিক সংস্থার কক্ষে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত গল্পকারের স্ত্রী ঝর্ণা ঘোষ বইটি তুলে দেন নাট্যকার তীর্থঙ্কর চন্দের হাতে। তিনি বইটি উন্মোচন করেন
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথসেনার নাট্যকর্মী অতনু মজুমদার, ঈশ্বর গুপ্ত পরিষদের সম্পাদক রণজয় মালাকার, হালিশহর সাংস্কৃতিক সংস্থার সভাপতি সাগর চাটার্জী, সংস্থার সম্পাদক অর্ণব চক্রবর্তী ও তমাল সাহা।

অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন এবং গল্পকারের সঙ্গে সঙ্গে তার সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন অতনু মজুমদার।
এই সময়ে অর্থাৎ তেভাগা আন্দোলনের ৭৫ বছরে বইটি প্রকাশের প্রাসঙ্গিকতা নিয়ে বলেন তমাল সাহা।

বইটির গল্প বিষয়ক বিশদ আলোচনা করেন রণজয় মালাকার।

সংস্থার তার সঙ্গে সম্পর্ক, তার লেখা ও নাট্যাভিনয় নিয়ে মখপাত করেন সঞ্চালক অর্ণব চক্রবর্তী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল তেভাগা আন্দোলনের ৭৫ বর্ষ সম্পর্কিত আলোচনা। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অগ্নিবীণার পক্ষে বাবলি চক্রবর্তী এবং সেমিনারে বক্তব্য রাখেন নাট্যকার তীর্থঙ্কর চন্দ। সেমিনারের বিষয় ছিলঃ তেভাগা আন্দোলন ও নাটক।