অবতক খবর :: শিলিগুড়ি ::    রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার উদ্যোগে সারা বাংলার গ্রামীণ অঞ্চলের তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি -র মানুষের জন্য “তফশিলি বন্ধু” এবং “জয় জহার” প্রকল্প চালু করেছেন ।

“তফশিলি বন্ধু” -র আওতায় ২৪৫২৬ জন ষাটোত্তীর্ণ তফশিলি বন্ধু এবং “জয় জহার” -র আওতায় ১৯৬১ জন ষাটোত্তীর্ণ তফশিলি উপজাতি বন্ধু মাসে ১,০০০.০০ টাকা করে পাবেন । উক্ত প্রকল্প বাবদ সম্প্রতি বাজেটে মাননীয়া মুখ্যমন্ত্রী ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

সারা বাংলায় এই প্রকল্প চালু হবার প্রাক্কালে আজ রাজগঞ্জ বি ডি ও অফিসে স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, এ ডি এম, বি ডি ও সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।