অবতক খবর,৪ ফেব্রুয়ারি: হাতে গোনা আর কয়েকদিন বাদেই পৌর নির্বাচন, আর এই পৌর নির্বাচন কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা যাতে না হয়,সেই কারণে পাড়ায় পাড়ায় এখন কর্মীদের নিয়ে মিটিং করছেন বীজপুরের যুব নেতা কমল অধিকারী। তিনি বলছেন, ভোটের দিন কোন গণ্ডগোল চলবে না। সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার যাতে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেন, তাদের যাতে কোন অসুবিধা না হয়, সেইদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। আমরা বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছি মানুষের আশির্বাদে এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দান করেছেন। আর এবার পৌর নির্বাচনেও আমরা মানুষের বিপুল ভালবাসা এবং আশীর্বাদ পাবো।

এর পাশাপাশি তিনি এও বলেন, মানুষের ভালোবাসা পেয়ে তারা জয়লাভ করেছেন। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তিনি যেভাবে চারিদিকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন তাতে মানুষ অত্যন্ত খুশি এবং সেই কারণেই আমরা জয়লাভ।

তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন,সকলেই ভোট দেবে। কাউকে ভোটদানে বাধা দেওয়া যাবে না। আর যারা ভোট কেন্দ্রে এসে ভোট দিতে অক্ষম অর্থাৎ বৃদ্ধ-বৃদ্ধা, শারীরিক প্রতিবন্ধীদের জন্য যতায়াতের যাবতীয় ব্যবস্থা করতে হবে।